ছত্তিশগড়ে বোমা বিস্ফোরণে আহত জওয়ান, নিহত এক মাওবাদী

রায়পুর, ১১ নভেম্বরঃ সোমবার ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচন। তার আগেরদিনই রাজ্যের দুটি জেলায় মাওবাদী হামলার ঘটনা ঘটল। রবিবার সকালে বিস্ফোরণে কেঁপে ওঠে রাজ্যের কাঙ্কের জেলার কয়ালিবেড়া। রায়পুর থেকে ১৭৫ কিলোমিটার দূরে কাঙ্কের জেলার অন্তপুর গ্রামে বিএসএফের একটি দল নজরদারি চালাচ্ছিল। সেই সময় কয়ালিবেড়ার গোম ও গাত্তাকাল গ্রামের মাঝে  সাতটি আইইডি মাটির নীচে সারিবদ্ধভাবে পোঁতা ছিল। একসঙ্গে সবগুলি বোমা বিস্ফোরণ হয়।বোমার আঘাতে জখম হয়েছেন বিএসএফের এক এএসআই। তারপরেই নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়ে যায় মাওবাদীদের। অন্যদিকে, বিজাপুরেও নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষ বেধেছে মাওবাদীদের। গুলি লেগে এক মাওবাদী নিহত হয়েছে বলে জানা গেছে। তার দেহ উদ্ধার করা হয়েছে। আরও একজন মাওবাদীকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। সেখান থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র। ছত্তিশগড়ের  অন্তগড় জেলাতেও মাওবাদীদের একটি দলের সঙ্গে এনকাউন্টার চলছে বিএসএফ জওয়ানদের।

ছবিটি প্রতীকী



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2zICTSy

November 11, 2018 at 11:39AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top