ঢাকা, ৩০ নভেম্বর- সদ্য সমাপ্ত জিম্বাবুয়ে সিরিজে একটি ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে টেস্ট ক্রিকেটের ১৪১ বছরের ইতিহাসে প্রথম উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে দুটি ডাবল সেঞ্চুরির মালিক হয়েছেন মুশফিকুর রহিম। এছাড়া চলতি বছরই তিন ফরমেটের আন্তর্জাতিক ক্রিকেটে সবমিলিয়ে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মিস্টার ডিপেন্ডেবল। এবার সাবেক এই অধিনায়কের সামনে আরও দুটি মাইলফলকের হাতছানি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের এক দিন আগে হঠাৎ ডান হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছেন মুশফিকুর রহিম। এতে তার খেলা নিয়ে শঙ্কা থাকলেও একাদশেই আছেন তিনি। ফলে এই ম্যাচে মাত্র ৮ রান করতে পারলেই বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে চার হাজার রানের মালিক হবেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। এই উইকেটরক্ষকের আগে বাংলাদেশের হয়ে টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে চার হাজার রান পূর্ণ করেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ৫৬ ম্যাচের ১০৮ ইনিংসে ৪০৪৯ রান তামিমের। ৬৫ ম্যাচের ১২২ ইনিংসে ৩৯৯২ রান মুশফিকের। এদিকে, দুই ইনিংস মিলিয়ে ৫৭ রান করলেই তামিম ইকবালকে ছাড়িয়ে দেশের পক্ষে সর্বাধিক টেস্ট রানের মালিকও হয়ে যাবেন মুশফিকুর রহিম। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানে তামিম ও মুশফিকের পরে শীর্ষ পাঁচে আছেন- অধিনায়ক সাকিব আল হাসান, হাবিবুল বাশার ও মোহাম্মদ আশরাফুল। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহকারী শীর্ষ পাঁচ ব্যাটসম্যান : সূত্র: বাংলাদেশ প্রতিদিন আর/০৮:১৪/৩০ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2RjR8F2
November 30, 2018 at 08:20PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top