কয়লা কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত এইচসি গুপ্তা সহ পাঁচ

নয়াদিল্লি, ৩০ নভেম্বরঃ ইউপিএ আমলে কয়লা মন্ত্রকের সচিবের পদ সামলানো এইচসি গুপ্তা সহ মোট পাঁচজনকে কয়লা কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত করল দিল্লির আদালত। পশ্চিমবঙ্গের মইরা ও মধুজোড় কয়লা ব্লক অবৈধভাবে কলকাতার বিকাশ মেটাল পাওয়ার লিমিটেড কোম্পানিকে পাইয়ে দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে।

২০০৮ সালে অবসরের আগে এইচসি গুপ্তা কংগ্রেস তথা ইউপিএ আমলে দুই বছর কয়লা মন্ত্রকের সচিব ছিলেন। তাকে ছাড়াও বিকাশ মেটালস লিমিটেডের কর্ণধার, একজন কর্মরত ও একজন অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিক, কয়লা মন্ত্রকের প্রাক্তন যৌথ সচিব কেএস ক্রোফা ও তত্‍কালীন ডিরেক্টর কেসি সামরিয়াকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

২০১২ সালে সিবিআই এই মামলায় এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে। দোষী সাব্যস্তদের হেপাজতে নিয়ে আগামী ৩ ডিসেম্বর সাজা শোনাবে আদালত। সর্বোচ্চ সাত বছরের সাজা হতে পারে বলে মনে করা হচ্ছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Pb7TjR

November 30, 2018 at 02:14PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top