যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ

কলকাতা, ১৮ নভেম্বরঃ  ফের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ উঠল। বিজ্ঞান বিভাগের ওই অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ জানিয়ে উপাচার্যকে চিঠি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এক সহকারী মহিলা গবেষক। তাঁর দাবি, ওই অধ্যাপর তাঁকে প্রায়শই যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতেন। এছাড়া গবেষণার কাজে ইউরোপে গিয়ে তাঁর সঙ্গে একই ঘরে থাকতেও চেয়েছিলেন ওই অধ্যাপক। ওই অধ্যাপকের এহেন আচরণের জেরে সহকারী গবেষকের পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন বলে দাবি ওই মহিলার। অভিযোগ খতিয়ে দেখার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটি গঠন করেছে বলে জানা গিয়েছে।যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাসকে চিঠি লিখে তিনি জানিয়েছেন, ‘সহকারী গবেষকের পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। কিন্তু আতঙ্ক কাটেনি। প্রায় রোজই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অভিযুক্ত অধ্যাপকের সঙ্গে দেখা হয়। মানসিক চাপ আর সহ্য করতে পারছেন না।’  অভিযোগ খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি গঠন করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তিনমাসের মধ্যে ওই কমিটি তদন্ত রিপোর্ট জমা দেবে বলে জানা গিয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2DO7vqa

November 18, 2018 at 11:14AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top