গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে হরমনপ্রীতরা

প্রভিডেন্স (গায়ানা), ১৮ নভেম্বরঃ  মহিলা টি-২০ বিশ্বকাপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে গেল ভারত। শনিবার গ্রুপের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪৮ রানে হারালেন হরমনপ্রীত কউর, স্মৃতি মান্ধানারা। প্রথম তিন ম্যাচ জেতায় ভারত ও অস্ট্রেলিয়া-দুদলই সেমিফাইনালে চলে গিয়েছিল। দেখার ছিল যে, কারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়।  এদিন প্রথমে ব্যাট করে, নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৭ তোলেন হরমনপ্রীতরা। স্মৃতি মান্ধানা ৮৩ রানে অপরাজিত থাকেন। স্মৃতি এদিন ভারতের হয়ে ৩১ বলে অর্ধশতরান করেন। যা ভারতীয় মহিলাদের মধ্যে দ্রুততম।  অধিনায়ক হরমনপ্রীত কউর করেন ৪৩।  জবাবে, ব্যাট করতে নেমে প্রথম থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট থাকেন অসিরা। শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে ১১৯ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। দলের হয়ে এলিসে পেরি সর্বোচ্চ ৩৯ রান করেছেন । ভারতের হয়ে অনুজা পাটিল ১৫ রানে ৩ উইকেট নেন। রাধা যাদব পেয়েছেন ২ উইকেট। এই ম্যাচ জেতার ফলে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে একই আসনে চলে এলেন হরমনপ্রীত। অধিনায়ক হিসাবে ধোনি এর আগে ২০১৪ সালের টি-২০ বিশ্বকাপ ও ২০১৫ সালের ৫০ ওভারের বিশ্বকাপের গ্রুপ পর্যায়ের সব ম্যাচ জিতেছিলেন। হরমনপ্রীতও সেই রেকর্ড ছুঁলেন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2KbHf9r

November 18, 2018 at 11:04AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top