ভয় দেখিয়ে ধর্ষণ, গ্রেফতার পুরোহিত

কলকাতা, ৮ নভেম্বরঃ মানসিক ভারসাম্যহীন যুবতিকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠল এক পুরোহিতের বিরুদ্ধে। বেহালার অজন্তা পুলিশ কোয়ার্টারের ঘটনা। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত পুরোহিত উপেন্দ্র পাঠককে (৫০) ।

জানা গিয়েছে, নির্যাতিতা এবং অভিযুক্ত একই পাড়ার বাসিন্দা। অভিযোগ, দীর্ঘ দিন ধরে ভয় দেখিয়ে মানসিক ভারসাম্যহীন ওই যুবতিকে ধর্ষণ করত পাশের মন্দিরের পুরোহিত উপেন্দ্র পাঠক। ঘটনার কথা ফাঁস করলে প্রাণনাশের হুমকিও দেওয়া হত। বৃহস্পতিবার যুবতিকে ফের হুমকি দেওয়ার সময় হাতেনাতে ধরা পড়ে যায় অভিযুক্ত। এরপরই নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষিপ্ত এলাকাবাসী অভিযুক্তর বাড়িতে ভাঙচুর চালায়। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত পুরোহিতকে। ঘটনার তদন্ত শুরু করেছে পর্ণশ্রী থানার পুলিশ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2DteEfq

November 08, 2018 at 08:22PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top