মুম্বই, ৮ নভেম্বরঃ ২০১৯ বিশ্বকাপের কথা ভেবে দলের পেস আক্রমণের দুই স্তম্ভ জসপ্রীত বুমরাহ ও ভুবনেশ্বর কুমারকে আইপিএলে বিশ্রাম দেওয়ার পক্ষে সওয়াল করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু এ ব্যাপারে সম্পূর্ণ ভিন্ন মত সীমিত ওভারের ক্রিকেটে বিরাটের ডেপুটি রোহিত শর্মা। যা নিয়ে ভারতীয় ক্রিকেটে বিরাট মতপার্থক্য!
হায়দরাবাদে কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের সঙ্গে বৈঠকে যোগ দিয়েছিলেন ভারত অধিনায়ক। উপস্থিত ছিলেন রোহিত শর্মাও। বৈঠকে সিওএ প্রধান বিনোদ রাইয়ের উপস্থিতিতে ২০১৯ আইপিএলে বুমরাহ ও ভুবনেশ্বরকে না খেলানোর কথা বলেন কোহলি। এ ব্যাপারে ভাইস-ক্যাপ্টেন রোহিতের মতামত জানতে চান সিওএ প্রধান। রোহিতের বক্তব্য, ‘যদি মুম্বই ইন্ডিয়ান্স প্লে-অফ অথবা ফাইনাল ওঠে এবং বুমরাহ ফিট থাকা সত্ত্বেও ওকে আমি খেলাব না, এটা সম্ভব নয়।’ শুধু রোহিত নন, বিরাটের এই প্রস্তাবে সায় নেয় ফ্র্যাঞ্চাইজিগুলিরও।
কোহলির সঙ্গে সহমত নন বোর্ডের এক আধিকারিকও। তাঁর মতে, বিরাট চাইছেন ভারতীয় দলের পেস আক্রমণের সেরা দুই বোলার বুমরাহ ও ভুবনেশ্বর আইপিএল বিশ্রাম নিক। কিন্তু এমনটা হলে বিশ্বকাপের ঠিক দু’মাস আগে থেকে ম্যাচ প্র্যাকটিস বন্ধ থাকবে। কারণ তাঁদের সামনে ম্যাচ প্র্যাকটিসের কোনো সুযোগ থাকবে না।
২০১৯ আইপিএল শুরু হচ্ছে ২৯ মার্চ থেকে। শেষ হবে ১৯ মে। এর ১৫ দিন পরই বিশ্বকাপে নামবে ভারত। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচ ৫ জুন। ৩০ মে থেকে ১৪ জুলাই পর্যন্ত চলবে আইসিসি ওডিআই বিশ্বকাপ।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2zHAJ5s
November 08, 2018 at 08:43PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন