অর্থমন্ত্রীর কথা কখনোই অমান্য করতে পারে না রিজার্ভ ব্যাংকঃ মনমোহন সিং

নয়াদিল্লি, ৭ নভেম্বরঃ আরবিআই বনাম মোদি সরকারের সংঘাত নিয়ে মুখ খুললেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা অর্থনীতিবিদ ও রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর মনমোহন সিং। তিনি বলেন, রিজার্ভ ব্যাংকের গভর্নর কখনোই অর্থমন্ত্রীর চেয়ে বড়ো হতে পারেন না।

কন্যা দমন সিংয়ের লেখা বই ‘Strictly Personal: Manmohan and Gursharan’ প্রকাশ অনুষ্ঠানে প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, ‘আরবিআই এবং সরকারের সম্পর্ক লেন-দেনের। আরবিআই-কে সব সময় সব কাজ সরকারকে জানিয়েই করতে হয়। কারণ আরবিআই গভর্নর কখনওই অর্থমন্ত্রীর চেয়ে বড় হতে পারেন না। আর যদি অর্থমন্ত্রী কোনও সিদ্ধান্ত নেন, তাহলে আমার মনে হয় না রিজার্ভ ব্যাংকের গভর্নর তা অমান্য করতে পারবেন, যদি না তাঁর চাকরি খোয়ানোর ইচ্ছে থাকে।’

দীর্ঘদিন ধরে আরবিআইয়ের সঙ্গে যুক্ত ছিলেন মনমোহন সিং। দেশের প্রধানমন্ত্রী হিসেবে কাজও করেছেন দশ বছর। তাই এই ইশ্যুতে মনমোহনের মন্তব্যকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2PehTxI

November 07, 2018 at 03:11PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top