উদ্বোধনের ২৪ ঘণ্টার মধ্যে পান, গুটখার পিকে ঢাকল স্কাইওয়াক

কলকাতা, ৭ অক্টোবরঃ চরম কাণ্ডজ্ঞানহীনতার পরিচয় দিলেন পথচারীদের একাংশ। উদ্বোধনের ২৪ ঘণ্টার মধ্যেই পান, গুটখার পিকে ঢেকে গেল নবনির্মিত ঝাঁ চকচকে স্কাইওয়াকের বিভিন্ন অংশ।

সোমবার কালী পুজোর আগের দিন উদ্বোধন হয়েছে দক্ষিণেশ্বর স্কাইওয়াকের। দক্ষিণেশ্বরে যানজট এড়াতে সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। উদ্বোধনের দিন মুখ্যমন্ত্রী বারবার জোর দিয়েছিলেন পরিচ্ছন্নতার উপর। কামারহাটি পৌরসভার চেয়ারম্যান গোপাল সাহাকে নির্দেশ দিয়েছিলেন, ১০০ দিনের কর্মীদের একটি দলকে পরিচ্ছন্নতার কাজে নিয়োগ করতে। অনুষ্ঠানে তিনি বলেছিলেন, ‘স্বপ্নের এই প্রকল্পকে সুরক্ষিত রাখা কেবল সরকারের নয়, দায়িত্ব সাধারণ মানুষেরও৷’ কিন্তু, ২৪ ঘন্টা কাটতে না কাটতেই মুখ্য়মন্ত্রীর সাধের স্কাই ওয়াকের দেওয়ালে, সিঁড়ির পাশে পান, গুটখার পিকের প্রলেপ পড়া শুরু হয়ে গিয়েছে৷ মঙ্গলবার ফেসবুকে ভাইরাল হয়েছে সেই ছবি।

অত্যাধুনিক স্কাইওয়াকে রয়েছে সিসিটিভির নজরদারি। তা সত্তেও কিভাবে মানুষ এরকম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিচ্ছেন তা নিয়ে উঠছে প্রশ্ন। কিছু মানুষের উদাসীনতা আর সচেতনতার অভাবকেই দায়ি করছেন অনেকে। কবে সচেতনতাবোধ ফিরবে? উত্তর জানা নেই কারো।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2QkAhkO

November 07, 2018 at 03:13PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top