পায়ের চোটে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে পড়েছেন নিউজিল্যান্ডের ওয়ানডে অলরাউন্ডার কেরি অ্যান্ডারসন। অবশ্য এই চোটের কারণে দুবাইয়ে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচেও তিনি খেলতে পারেননি। এদিকে হাঁটুর ইনজুরির কারণে লেগস্পিনার টড অ্যাস্টেলের ফিটনেস নিয়েও দুশ্চিন্তায় রয়েছে সফরকারীরা। আগামীকাল আবুধাবিতে অনুষ্ঠিতব্য প্রথম ওয়ানডেতে অ্যাস্টেলের খেলা নিয়ে সংশয় রয়েছে। পরবর্তী পর্যবেক্ষণের পরে জানা যাবে পুরো সিরিজে তিনি আর খেলতে পারবেন কি না। আগামী ১৬ নভেম্বর থেকে শুরু হওয়া তিন ম্যাচের টেস্ট সিরিজের দলেও অ্যাস্টেলের নাম রয়েছে। এ সম্পর্কে নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড বলেছেন, গত দুদিন ধরে অ্যাস্টেলের বেশ ভালোই উন্নতি হয়েছে। ওয়ানডে ও টেস্ট দলে তাঁর নাম থাকায় আমরাও তাঁকে নিয়ে বেশ আশাবাদী। অ্যাস্টেলের বদলি হিসেবে এরই মধ্যে বাঁহাতি স্পিনার আজাজ প্যাটেলকে ওয়ানডে দলে অন্তর্ভুক্ত করেছে নিউজিল্যান্ড। এরই মধ্যে টি-টোয়েন্টি সিরিজে আন্তর্জাতিক অভিষেক হয়েছে আজাজের। স্টিডও ইঙ্গিত দিয়েছেন ওয়ানডে দলে আজাজের অভিষেক এখন সময়ের ব্যাপার। এ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে আজাজের পারফরম্যান্সে দারুণ সন্তুষ্ট স্টিড। নিউজিল্যান্ড ওয়ানডে দল : কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড অ্যাস্টেল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, লোকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম, কলিন মুনরো, হেনরি নিকোলস, আজাজ প্যাটেল, ইশ সোদি, টিম সাউদি, রস টেইলর, বিজে ওয়াটলিং, জর্জ ওয়ার্কার। এমইউ/০৫:৩৫/৬ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2D7SY7p
November 06, 2018 at 11:38PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন