ক্যানবেরা, ০৬ নভেম্বর- বেশ কিছুদিন ধরেই নাকাল অবস্থা ক্রিকেট অস্ট্রেলিয়ার। বোর্ডের দুরবস্থার কারণে পদত্যাগ করেছেন অনেকেই। সেই পথ ধরে এবার ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড ডিরেক্টরের পদ থেকে পদত্যাগ করলেন সাবেক অধিনায়ক মার্ক টেলরও। এর আগে পদত্যাগ করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান ডেভিড পিভারও। গত মার্চে কেপটাউন টেস্টে বল বিকৃতি কাণ্ডের কারণেই বোর্ডে এই পদত্যাগের হিড়িক চলছে। পদত্যাগের পর সাংবাদিকদের মার্ক টেলর বলেন, সপ্তাহ দুয়েক ধরে আমার মধ্যে একটা দ্বিধা-দ্বন্দ্ব চলছে, বোর্ডে আমার অবস্থা নিয়ে। তাই আমার মনে হয়েছে এখনই সরে দাঁড়ানো উচিত। নতুন কাউকে জায়গা দিতেই এই সিদ্ধান্ত নিয়েছি। বোর্ডের এক সূত্রে খবর, টেলরের সরে যাওয়ার কারণ নাকি ২০১৯ সালের বিশ্বকাপ এবং অ্যাশেজ সিরিজের জন্য চ্যানেল নাইনের সঙ্গে চুক্তি করা নিয়ে। অবস্থা এমন হয়েছে তিনি সরে যেতে বাধ্য হয়েছেন। বল টেম্পারিংয়ের ঘটনায় নিষিদ্ধ হয়েছেন স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট। এক বছরের জন্য নিষিদ্ধ হলেন স্মিথ ও ওয়ার্নার। আর ব্যানক্রফট নিষিদ্ধ হন নয় মাসের জন্য। এমইউ/০৫:২৫/৬ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2PcmY9N
November 06, 2018 at 11:25PM
06 Nov 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top