১৫ বছরের পুরানো স্কুলের গাড়ি বাতিলের নির্দেশ

সিমলা, ১১ নভেম্বরঃ ১৫ বছরের পুরানো স্কুলের গাড়ি বাতিল করার নির্দেশ দিল হিমাচল প্রদেশ সরকার। এমনকি ৬০ বছরের কম বয়সি কোনও চালক স্কুলের গাড়ি চালাবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছে। ‌পড়ুয়াদের সুরক্ষার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়।

প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিল মাসে কাঙ্গরা জেলায় একটি স্কুল বাস দুর্ঘটনায় প্রাণ হারায় ২৮ জন। যাদের বয়স ছিল ৯ থেকে ১২ বছর। এই দুর্ঘটনার পরই নড়েচড়ে বসে হিমাচল প্রদেশ সরকার। এ বিষয়ে পরিবহন দপ্তরের মুখ্য সচিব জগদীশ শর্মাকে গত সপ্তাহেই নোটিশ পাঠানো হয়েছিল।

সরকারি সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকার চালকদের ক্ষেত্রে কিছু বিধি নিষেধ তৈরি করেছে। যার মধ্যে প্রধান চালকের ৫ বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক এবং দৃষ্টিশক্তি ভালো হওয়া চাই তাঁর। এ জন্য প্রত্যেক বছর গাড়ি চালকের চোখ পরীক্ষা করানো হবে।

সরকারের এই নতুন নির্দেশিকা পরিবহন দপ্তরের সব যান সহ বাস এবং ছোটো ছোটো গাড়িগুলিকেও মেনে চলতে হবে। স্কুল বাস বা গাড়িগুলিতে ট্র্যাকিং সিস্টেম এবং সিসি ক্যামেরা লাগানো বাধ্যতামূলক বলে জানিয়েছে সরকার। গাড়ির গতি ৪০-এর বেশি যেন না হয় এবং গাড়ি বা বাসের জানলায় গ্রিল লাগানো বাধ্যতামূলক করা হয়েছে। বাস চালক এবং কন্ডাক্টরের নির্দিষ্ট পোশাক থাকবে এবং পোশাকের গায়ে তাঁদের নাম লেখা থাকবে বলেও জানানো হয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2zJVttz

November 11, 2018 at 06:42PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top