সিলেট, ০৩ নভেম্বর- সিলেটে প্রথম টেস্ট, সিলেটে প্রথম টেস্ট বলে খুব হাঁকডাক চলছে বেশ কয়েকদিন যাবৎ। বাংলাদেশের অষ্টম এবং বিশ্বের ১১৬তম টেস্ট ভেন্যুর অভিষেক নিয়ে আয়োজকদের উদ্যোগ-আয়োজনও কম নয়। কিন্তু উপমহাদেশের ক্রিকেট ইতিহাস বলছে, সিলেট দিয়েই শুরু হয়েছিল এ দেশের ক্রিকেট-যাত্রা! আইসিসির স্বীকৃতিতে আরও সাতটি ভেন্যুতে আগেভাগে নাম লিখিয়েছে ঠিকই; কিন্তু সিলেট আসলে অষ্টম নয়- প্রথম। সেই ১৮৪৫ সালের ৩ মার্চেই এখানে ক্রিকেট ম্যাচ হয়েছিল। তার আগেও হয়েছিল কি-না সে তথ্য নেই। সবচেয়ে পুরনো ম্যাচ হিসেবে পাওয়া যাচ্ছে ১৭৩ বছর আগে সিলেটে হওয়া সিপাহি-ইংরেজের মধ্যকার ম্যাচটিই। ম্যাচটির খবর বেরিয়েছিল লন্ডন থেকে প্রকাশিত স্পোর্টিং ইন্টিলিজেন্স ম্যাগাজিনে। পরবর্তীতে ভারতের রঞ্জয় সেন রচিত ন্যাশন অ্যাট প্লে: এ হিস্টোরি অব স্পোর্টস ইন ইন্ডিয়া বইয়েও এ ম্যাচটির কথা উঠে এসেছে। মজার বিষয় হচ্ছে, ওই ম্যাচটিও হয়েছিল সিলেটের চা বাগানে। বলা হয়ে থাকে, উপমহাদেশের ব্রিটিশদের সেরা রফতানি হচ্ছে চা। আঠারো শতাব্দীতে ব্রিটিশরা শেখানোর আগে এ অঞ্চলে চা পানের প্রচলন ছিল না বলে শোনা যায়। এ দেশীয়দের চা চাষ শেখানো আর তদারক করতে গিয়েই পাহাড়ি, ঢালু এবং অনুকূল আবহাওয়ার খোঁজ করতে করতে আসাম ও সিলেটের দিকে মনোযোগ দেয় ব্রিটিশরা। চা বাগানের দায়িত্বে থাকা ব্রিটিশ ও অন্যান্য ইউরোপীয়রা মিলে অবসর সময়ে পোলো, গলফ, ক্রিকেট আর ফুটবল খেলত। একসময় এসব খেলায় যুক্ত হতে থাকে এ দেশের মানুষ। ভারতের লগন সিনেমায় যার দৃষ্টান্তও আছে। ঠিক এমনই এক প্রক্রিয়ায় সিলেটে সিপাহি, ইংরেজ ও ইউরোপীয়দের মধ্যে ১৮৪৫ সালের ৩ মার্চ একটি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। সে ম্যাচের স্কোরকার্ড অবশ্য এখনকার যুগে খানিকটা অদ্ভুত লাগতে পারে। মোট তিনটি দল ব্যাটিং করেছিল। আবার এক দলের ব্যাটিংয়ের সময় ফিল্ডিং করেছে বাকি দুদল একসঙ্গে। ইংরেজ-সিপাহির সেই ম্যাচের পৌনে দুইশ বছর পর সিলেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি স্বীকৃত প্রথম টেস্ট ম্যাচ। এমইউ/১০:৫০/০৩ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2EXxZqs
November 03, 2018 at 04:50PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন