সিলেট, ০৩ নভেম্বর- ব্রায়ান চারির পর ব্রেন্ডন টেইলরকে ফেরালেন তাইজুল ইসলাম। বাঁহাতি স্পিনারের বল পা বাড়িয়ে ডিফেন্ড করতে চেয়েছিলেন টেলর। ইনসাইড এজ হয়ে বল চলে যায় শর্ট লেগে দাঁড়িয়ে থাকা নাজমুল হোসেন শান্তর কাছে তিনি বলটি সহজেই তালুবন্দি করেন। ১৫ বলে ৬ রান করে ফেরেন টেলর। এর আগে ব্রায়ান চারিকে ফিরিয়ে জিম্বাবুয়ের ৩৫ রানের উদ্বোধনী জুটি ভেঙেছেন তাইজুল ইসলাম। বাঁহাতি স্পিনারের ফুল লেংথ বল স্লগ সুইপে ওড়াতে চেয়েছিলেন চারি। কিন্তু ব্যাটেই লাগাতে পারেননি, এলোমেলো হয়ে যায় স্টাম্প। ৩১ বলে ২ চারে ১৩ রান করেন ডানহাতি ওপেনার। শনিবার সকালে টেস্ট অভিষেক হওয়া সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। ম্যাচটি শুরু হয় সকাল ১০টায়। বাংলাদেশের হয়ে টেস্ট অভিষেক হয়েছে অলরাউন্ডার আরিফুল হক ও বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপুর। এক সঙ্গে দেশের অষ্টম ভেন্যু হিসেবে টেস্ট অভিষেক হলো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের। তথ্যসূত্র: ইত্তেফাক এমইউ/১১:৫০/০৩ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2AKBaxI
November 03, 2018 at 05:46PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন