ঢাকা, ১০ নভেম্বর- সিলেটে প্রথম টেস্ট জিম্বাবুয়ের বিপক্ষে বাজেভাবে হেরেছে বাংলাদেশ দল। আর এ পরাজয়ের জন্য ভুল একাদশ নির্বাচন করাকে দায়ী করেছেন অনেক। আর সে কারণে ঢাকা টেস্টে একাদশে পরিবর্তন আনতে বাধ্য হচ্ছে বিসিবি। তবে এখন প্রশ্ন হল, কারা বাদ পড়ছেন এবং কে কে ঢুকছেন। এক পেসার নিয়ে প্রথম টেস্ট খেলায় সমালোচনার তীরে বিদ্ধ হতে হয়েছে টিম ম্যানেজমেন্টকে। আর সেই ভুল শোধরাতে ঢাকা টেস্টে একাদশে পরিবর্তন আনতে বাধ্য হচ্ছে বিসিবি। সিলেট টেস্টে বাংলাদেশ দলের মূল পেস আক্রমণের দায়িত্ব পালন করেন আবু জায়েদ রাহী। তবে মিরপুরে একাদশে জায়গা হারাতে পারেন তিনি। তার যায়গায় আসতে পারেন শফিউল ইসলাম। আর ইনজুরি কাটিয়ে মোস্তাফিজুর রহমান দলে অন্তর্ভুক্ত হচ্ছেন তা প্রায় নিশ্চিত। সিরিজে ১-০তে পিছিয়ে থাকায় সিরিজ বাঁচাতে হলে ঢাকা টেস্টে হার এড়ালেই কিংবা ড্র করলেই চলবে না, জিততেই হবে টাইগারদের। ফলে ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে বাঁচামরার। তাই সেই ম্যাচে ফিরছেন মোস্তাফিজুর রহমান! মোস্তাফিজুর রহমান ফিরলেও রাহীর বদলে শফিউল যায়গা পাচ্ছেন তা নিশ্চিত নয়, তিনি থেকেও যেতে পারেন; আবার তার পরিবর্তে আরেক গতিতারকা খালেদ আহমেদকেও ডাকা হতে পারে। এদিকে, পেসার দুইজন নিলে বাদ পরবেন একজন স্পিনার। এতে বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু বাদ পরবেন। রেকর্ড গড়া তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের কাঁধেই ন্যস্ত থাকবে স্পিন আক্রমণভাগের দায়িত্ব। অন্যদিকে, বোলিং আক্রমণের মতো ব্যাটিং অর্ডারেও পরিবর্তন আসতে পারে। বাদ পড়তে পারেন নাজমুল হোসেন শান্ত। আবার পরীক্ষা-নিরীক্ষার জন্য থেকেও যেতে পারেন তিনি। বাদ পড়লে তার স্থানে ঢুকতে পারেন মোহাম্মদ মিথুন। তবে মাঠেই সেটা দেখা যাবে। বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত/ মোহাম্মদ মিথুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম/আবু জায়েদ রাহী/ খালেদ আহমেদ ও মোস্তাফিজুর রহমান। তথ্যসূত্র: বিডি২৪লাইভ আরএস/ ১০ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2qFUhDs
November 10, 2018 at 10:32PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top