একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়াই করবেন বলে আগেই চাঞ্চল্য ছড়িয়েছিল। এবার সব জল্পনার অবসান ঘটিয়ে ক্ষমতাসীন আওয়ামীলীগের হয়ে নৌকা প্রতীকের প্রার্থী হচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট ওয়ানডে দলের ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা এবং টি-টোয়েন্টি ও টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান। খবরের কাগজে চাউর হচ্ছে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনবেন মাশরাফি বিন মর্তুজা। এ ছাড়া মাগুরা-১ আসন থেকে দাঁড়াতে পারেন দেশ সেরা অল রাউন্ডার সাকিব আল হাসান৷ তবে এই দুই আন্তর্জাতিক তারকা ক্রিকেটার তাদের নির্বাচনে নামা নিয়ে কোনও মন্তব্য করেননি এখনও৷ জানা গিয়েছে, রোববার (১১ নভেম্বর) সকাল সাড়ে দশটায় তারা আওয়ামী লীগ সদর দফতরে গিয়ে নিজেদের মনোনয়ন পত্র তুলবেন৷ সম্প্রতি এই দুই ক্রিকেটারের ভোটে লড়াই করা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছিল৷ তখনও দুজনেই সেটি এড়িয়ে গিয়েছিলেন৷ শনিবার (১০ নভেম্বর) খবরের কাগজে ফের উঠে আসে তাদের রাজনীতিতে আগমনি বার্তা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তারা মনোনয়নপত্র সংগ্রহের জন্য আগামীকাল রোববার সকাল সাড়ে ১০টায় ধানমন্ডি কার্যালয়ে আসবেন। এমনটিই জানিয়েছেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আবু নাসের। এদিকে সাকিব ও মাশরাফির ভোটে লড়াই করার বিষয়টি প্রকাশ্যে আসতেই উঠছে আরও একটি প্রশ্ন, এবার কি তবে দুজনেই ক্রিকেটের বাইশ গজকে বিদায় জানাতে চলেছেন ? তারা যদি না খেলেন তা হলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বড়সড় ধাক্কা খাবেন৷ কারণ ২০১৯ সালের বিশ্বকাপে জাতীয় দলের হয়ে বড় ভূমিকা রাখবেন এই দুই ক্রিকেটার৷ এর আগে চলতি বছরের ২৯ মে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসানের নির্বাচন করার বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন। তবে পরদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, আগামী বিশ্বকাপের আগে সাকিব ও মাশরাফি রাজনীতিতে সক্রিয় হবেন না। তবে কেনো হটাৎ রাজনীতি মাঠে তারা? এই ধোঁয়াসা থেকেই গেলো। এমএ/ ০৩:২২/ ১০ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2FhHr8p
November 10, 2018 at 09:49PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top