শুভেন্দু অধিকারীর মাথা চেয়ে মাওবাদী পোস্টার

শালবনি, ১৫ নভেম্বর ঃ ফের মাওবাদী আতঙ্ক পশ্চিম মেদিনীপুরে। জেলার গুড়গুড়িপাল থানার মুড়াকাটার কাছে পাওয়া  গেল মাওবাদী পোস্টার। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। বৃহস্পতিবার সকালে মুড়াকাটায় রাস্তার ধারে লাল আলতায় লেখা পোস্টারগুলি পড়ে ছিল। পোস্টারে মমতা বন্দোপাধ্যায় ও রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। এছাড়া পোস্টারে পরিবহণমন্ত্রী  তথা পশ্চিম মেদিনীপুরে তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক শুভেন্দু অধিকারীর মাথা চেয়েও পোস্টার পড়েছে।  এছাড়াও ‘চোর’ ও ‘দুর্নীতিবাজ’ মন্তব্য করে হুঁশিয়ার করা হয়েছে জঙ্গলমহলের তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী শ্রীকান্ত মাহাতোকে। কিছুদিন আগেই গোয়েন্দারা সতর্ক করেছিলেন, জঙ্গলমহলে ফের সক্রিয় হওয়ার চেষ্টা করছে মাওবাদীরা। বুধবারই মাওবাদী সন্দেহে চারজনকে গ্রেফতার করা হয়। পুলিসের দাবি, ধৃতদের কাছ থেকে মাও নেতা আকাশের নামের লিফলেট ও পুস্তিকা উদ্ধার হয়েছে। তারপরই মাওবাদী পোস্টার উদ্ধার চিন্তার ভাঁজ বাড়িয়েছে পুলিশের।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2OMOhCe

November 15, 2018 at 12:12PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top