নয়াদিল্লি, ১৫ নভেম্বরঃ দিল্লিতে উদ্ধার হল ফ্যাশন ডিজাইনার ও তাঁর পরিচারকের মৃতদেহ। বুধবার গভীর রাতে দিল্লির বসন্তকুঞ্জ এলাকার একটি বাংলো থেকে মৃতদেহ দুটি উদ্ধার করা হয়েছে। মৃত ফ্যাশন ডিজাইনারের নাম মালা লাখানি। পুলিশ জানিয়েছে, মালা ও তাঁর পরিচারককে খুন করেছে তাঁর বুটিকেরই তিন কর্মী। ধৃতদের নাম, রাহুল আনওয়ার, রেহমত ও ওয়াসিম। খুনের পর মালার বাড়ি থেকে টাকা, গয়না সরিয়ে তারা চম্পট দিয়েছিল। মহিলার গাড়িতে চেপে পালানোর সময় পুলিশ ধরে ফেলে তাদের। জেরায় খুন ও ডাকাতির কথা স্বীকার করেছে ধৃতেরা।
মালা লাখানির দিল্লির গ্রিন পার্ক অঞ্চলে একটি বুটিক রয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার দিন রাত দশটা নাগাদ মালার বাড়িতে আসে রাহুল। বুটিকের যাবতীয় দায়িত্ব সেই সামলাত। কিছু ডিজাইন দেখানোর নামে মালার বাড়িতে ঢোকে সে। এরপর আচমকা ছুরির কোপ বসিয়ে দেয় মালার পেটে। তার পর একাধিক বার ছুরি দিয়ে আঘাত করে খুন করা হয় মালাকে। বাড়িতে সেই সময় ছিলেন মালার পরিচারক বাহাদুর। খুনের ঘটনা দেখে ফেলেন তিনি। সমস্ত সাক্ষ্য-প্রমাণ মেটাতে তাই বাহাদুরকেও কুপিয়ে খুন করে তিন জন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2z9RRl7
November 15, 2018 at 12:30PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন