রাজগঞ্জ, ৮ নভেম্বরঃ প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের অবৈধ কাঠ উদ্ধার। বুধবার গভীর রাতে মনিপুর থেকে বিহারগামী একটি বেসরকারি বাস থেকে এই কাঠ উদ্ধার করা হয়।
জানা গিয়েছে, গতকাল গভীর রাতে শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কে জলপাইগুড়ির গোশালা মোড় থেকে কাঠগুলি উদ্ধার করেন বৈকুন্ঠপুর বনবিভাগের উত্তরবঙ্গের স্পেশাল টাস্ক ফোর্সের কর্মীরা। যাত্রীদের সিটের নিচে চেম্বার থেকে কাঠের ফার্নিচার সহ বেশ কিছু শালকাঠ উদ্ধার করা হয়েছে। টাস্ক ফোর্সের প্রধান তথা বেলাকোবার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত জানান, গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে কাঠগুলি উদ্ধার করা হয়েছে। তবে বাসের চালক ও অন্য কর্মীরা পলাতক। যাত্রীদের অন্য বাসে করে গন্তব্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
সংবাদদাতা রণজিৎ বিশ্বাস
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2zDSKBA
November 08, 2018 at 02:18PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন