মুম্বই, ২৬ নভেম্বরঃ আজ ২৬/১১ মুম্বই হামলার ১০ বছর পূর্তি উপলক্ষ্যে শহিদ পুলিশকর্মী এবং নিহতদের স্মৃতির উদ্দেশ্যে বিভিন্ন অনুষ্ঠান পালিত হল মুম্বইজুড়ে। জানা গিয়েছে, মেরিন লাইন্সের পুলিশ জিমখানায় শহিদ স্মৃতিস্তম্ভে মাল্যদান করে শ্রদ্ধা জানান মহারাষ্ট্রের রাজ্যপাল তি বিদ্যাসাগর রাও এবং মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস। উপস্থিত ছিলেন শহিদ পুলিশকর্মীদের আত্মীয় এবং পরিবারের লোকেরাও।
উল্লেখ্য, ২০০৮ সালে আজমল কাসব সহ ১০ জন লস্কর জঙ্গি করাচি বন্দর থেকে মুম্বইয়ে প্রবেশ করে হামলা চালিয়েছিল। তিন দিন ধরে ছত্রপতি শিবাজি টার্মিনাস, তাজ হোটেল, দি ওবেরয় ট্রাইডেন্ট, নরিম্যান হাউস সহ শহরের বিভিন্ন জায়গায় হামলা জঙ্গিরা চালিয়েছিল। ঘটনায় মৃত্যু হয়েছিল ১৬৬ জনের। আহত হয়েছিলেন ৩০০-এর বেশি মানুষ। আজও ২৬/১১-র স্মৃতি ভোলেননি কেউ। সেই রাতের কথা মনে করে এখনও আতঙ্কিত হামলায় জীবিতরা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2QiYXgJ
November 26, 2018 at 04:15PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন