পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাত্র ৪ রানের জয় পেয়েছিল নিউজিল্যান্ড। তবে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে সুবিধা করতে পারেনি কিউইরা। প্রথম ইনিংসে পাকিস্তানের দেয়া ৪১৮ রানের বিপরীতে ব্যাট করতে নেমে ৯০ রানেই থামে কিউইদের ইনিংস। ফলোয়নে পড়ে ৩২৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে নিউজিল্যান্ড। এর আগে রোববার (২৫ নভেম্বর) নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে অপরাজিত থেকে দিন শেষ করেন নিউজিল্যান্ডের ওপেনার জীত রাভাল (১৭) এবং টম ল্যাথাম (৫)। ২৪ রান তুলে দিন শেষ করেন তারা। ৩৯৪ রানে পিছিয়ে থেকে সোমবার ((২৬ নভেম্বর) তৃতীয় দিন ব্যাটিংয়ে নামে কিউইরা। ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলেও দলীয় ৫০ রানে রাভাল আউট হন ব্যক্তিগত ৩১ রানে। এরপর দলীয় ৬১ রানে ব্যক্তিগত ২২ রানে আউট হয়ে ফেরেন আরেক ওপেনার টম ল্যাথাম। এরপর দলের হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক কেন উইলিয়ামসন। তবে একদিক থেকে উইকেটে টিকে থাকলেও তাকে সঙ্গ দিতে পারেনি কেউই। দুই অঙ্ক ছুঁতে পারেননি আর কেউই। এর মধ্যে ছয় জনই মাঠ ছাড়েন শূন্য হাতে। শেষ পর্যন্ত ২৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন কিউই অধিনায়ক। পাকিস্তানের ইয়াসির শাহ একাই নেন ৮ উইকেট, আর ১টি উইকেট নেন হাসান আলী। এর আগে প্রথম ইনিংসে পাকিস্তান ৫ উইকেট হারিয়ে ৪১৮ রান তুলে ইনিংস ঘোষণা করে। পাকিস্তানের ওপেনার ইমাম উল হক (৯) এবং মোহাম্মদ হাফিজ (৯) দ্রুত ফিরলে দলীয় ২৫ রানের মাথায় দুই ওপেনারকে হারায় পাকিস্তান। এরপর জুটি গড়েন আজহার আলি এবং হারিস সোহেল। আজহার রানআউট হওয়ার আগে করেন ৮১ রান। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পাওয়া হারিস সোহেল ৪২১ বল মোকাবেলা করে ১৩টি চারের সাহায্যে করেন ১৪৭ রান। মাঝে আসাদ শফিক ফেরেন ১২ রান করে। বাবর আজম সাদা পোশাকের প্রথম সেঞ্চুরি তুলে নিয়ে ২৬৩ বলে ১২টি চার আর দুটি ছক্কায় ১২৭ রান করে অপরাজিত থাকেন। ৩০ রান করে অপরাজিত থাকেন দলপতি সরফরাজ আহমেদ। নিউজিল্যান্ডের কলিন ডি গ্রান্ডহোম দুটি, ট্রেন্ট বোল্ট একটি আর আজাজ প্যাটেল একটি করে উইকেট তুলে নেন। নেইল ওয়াগনার, ইশ সোধি আর কেন উইলিয়ামসন কোনো উইকেট পাননি। এমএ/ ০৪:২২/ ২৬ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2DK8FSG
November 26, 2018 at 10:23PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top