রাজশাহী, ৩১ অক্টোবর- জাতীয় মহিলা দলের সাবেক ক্রিকেটার চামেলী খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সন্ধ্যায় চামেলী নিজেই প্রতিবেদককে নিশ্চিত করেছেন খরবটি। মোবাইল ফোনে তিনি প্রতিবেদককে বলেছেন, এই মাত্র একটি খবর পেলাম প্রধানমন্ত্রী আমার চিকিৎসার দায়িত্ব গ্রহণ করবেন। এছাড়া বিসিবি সভাপতি (নাজমুল হাসান) আজ (বুধবার) বলেছেন, ঢাকায় আমার চিকিৎসার রিপোর্ট দেখাবেন। এরপর উন্নত চিকিৎসার জন্য ভারত কিংবা অন্য কোনও দেশে যদি পাঠাতে হয়, তাহলে তারা আমাকে পাঠানোর ব্যবস্থা করবেন। চামেলীর চিকিৎসার দায়ভার প্রধানমন্ত্রী নিয়েছেন বলে নিশ্চিত করেছেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর কবিরও। তিনি প্রতিবেদককে বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তার চিকিৎসার দায়ভার নিয়েছেন। এজন্য (বুধবার) সন্ধ্যা ৭টায় জেলা প্রশাসন থেকে চামেলীর বাড়িতে একটি প্রতিনিধি দল গিয়েছিল। এদিকে বুধবার বেলা ১১টার দিকে চামেলীকে তার বাসায় দেখতে যান রাজশাহী সিটি করপোরেশরেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। তার শরীরিক অবস্থার খোঁজ-খবর নেওয়ার সঙ্গে তিনি চামেলীর উন্নত চিকিৎসার জন্য নগদ ১ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন। খায়রুজ্জামান লিটন সংবাদমাধ্যমকে বলেছেন, অসুস্থ ক্রিকেটারের পাশে দাঁড়ানো উচিত মনে করেই তাকে দেখতে এসেছি। চামেলী ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে বুঝতে পারলাম, তারা নিদারুণ সংকটে আছে। চামেলী খাতুনের চিকিৎসার পুরোপুরি ব্যয়ভার মেটাতে যা করা দরকার, করব। উল্লেখ্য, ২০১১ সালে আবাহনী মাঠে অনুশীলনের সময় চামেলীর পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়। এরপর স্বেচ্ছায় জাতীয় দল থেকে অবসর নেন তিনি। পরে দেখা দেয় মেরুদণ্ডের হাড়ের ব্যথা। এই অসুস্থ অবস্থায় দীর্ঘ আট বছর ধরে মাঠের বাইরে চামেলী। সূত্র: বাংলা ট্রিবিউন আর/০৮:১৪/৩১ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2DgbVpo
November 01, 2018 at 05:33AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top