ইসলামাবাদ, ৩১ অক্টোবর- পাকিস্তান সুপার লিগের তিন আসরে ইসলামাবাদ ইউনাইটেডকে দুটি শিরোপা জয়ে নেতৃত্ব দিয়েছিলেন মিসবাহ উল হক। চতুর্থ আসরে তাকে ছাড়াই মাঠে নামবে ফ্র্যাঞ্চাইজিটি। বুধবার দলটি এক বিবৃতিতে মিসবাহর পিএসএল ক্যারিয়ার শেষ হওয়ার খবর নিশ্চিত করেছে। ২০১৬ সালে পিএসএলের প্রথম আসরে শিরোপা জেতে ইসলামাবাদ। বর্তমান চ্যাম্পিয়নও তারা। আর টুর্নামেন্টের তিন আসরেই দলটির সঙ্গে ছিলেন মিসবাহ। তার খেলোয়াড়ি ক্যারিয়ার শেষ হলেও তাকে প্রশাসনিক দায়িত্ব দিতে চায় ইসলামাবাদ। এক বিবৃতিতে তারা জানায়, একজন খেলোয়াড়, নেতা ও দলের দুর্দান্ত সদস্য হিসেবে মিসবাহকে সবসময় মূল্য দিয়েছে ইসলামাবাদ ইউনাইটেড। খেলোয়অড়ি ক্যারিয়ার শেষেও এই দল ও পাকিস্তানের জন্য তিনি অনেক অবদান রাখবেন বিশ্বাস করি আমরা। গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া মিসবাহ টি-টোয়েন্টি ও ঘরোয়া প্রতিযোগিতায় খেলেছেন। কিন্তু পিসিবির নতুন ক্রিকেট কমিটির সদস্য হওয়ার পর খেলোয়াড়ি জীবনের ইতি টানেন তিনি। এখন দেশের ক্রিকেটের উন্নয়নে পুরো মনোযোগ তার। ইসলামাবাদ আরও জানায়, তৌসিফ আহমেদের পদত্যাগের পর তাদের সহকারী কোচ হয়েছেন সাঈদ আজমল। সূত্র: ডন, জিও নিউজ আর/০৮:১৪/৩১ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Jvk8qc
November 01, 2018 at 05:27AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন