মুম্বাই, ২৯ নভেম্বর- নানা পাটেকার-তনুশ্রী দত্ত বিতর্কে উঠে এলো বলিউড অভিনেত্রী ডেইজি শাহ-এর নাম। ইতিমধ্যেই ডেইজি শাহকে সমন পাঠিয়েছে মুম্বাই পুলিশ। খুব শিগগিরই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। ২০০৮ সালে হর্ন ওকে প্লিস-এর শুটিংয়ের সময় করিওগ্রাফার গণেশ আচার্যের সহকারী ছিলেন ডেইজি। ওই সিনেমার শুটিংয়ের সময় সহকারী করিওগ্রাফার হিসেবে কাজ করছিলেন সিনেমার সেটে। সেই অনুযায়ীই সমন পাঠানো হয়েছে জয় হো অভিনেত্রীকে। জানা যাচ্ছে, হর্ন ওকে প্লিস-এর সেটে একটি আইটেম নম্বর শুটের সময় নানা পাঠেকরের সঙ্গে বাদানুবাদ শুরু হয় অভিনেত্রীর। ওই সময় ডেইজি যেহেতু সহকারী করিওগ্রাফার হিসেবে কাজ করছিলেন, ফলে গোটা ঘটনার সাক্ষী তিনিও। আর সেই কারণেই এবার তাকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ডেইজি দাবি করেছেন, ২০০৮ সালে গণেশ আচার্যের সহকারী করিওগ্রাফার হিসেবে ওই সিনেমার সেটে তিনি ছিলেন, এ কথা ঠিক। তার কাজ ছিল নৃত্য প্রশিক্ষণ দেওয়া। তার কাজটুকুই তিনি করছিলেন ওই সময়। বাদ বাকি সময় কী হয়েছে, না হয়েছে, সে বিষয়ে কিছুই জানেন না বলেও দাবি করেন ডেইজি। পাশাপাশি তিনি আরও বলেন, ওই সময় সেটে প্রায় ৩০ জন নৃত্যশিল্পী হাজির ছিলেন। সহকারী করিওগ্রাফার হিসেবে তার যেটুকু কাজ ছিল, তা করতেই ব্যস্ত ছিলেন তিনি। এর বাইরে কিছু জানেন না তিনি। তনুশ্রী দত্তের সঙ্গে যা হয়েছে, তার জন্য সমব্যথী তিনি। ওই ঘটনায় তিনি তনুশ্রী দত্তের পাশে রয়েছেন। কিন্তু এ বিষয়ে তিনি কোনও কিছু জানেন না বলেও স্পষ্ট জানিয়ে দেন সালমান খানের এক সময়ের বান্ধবী। ২০০৮ সালে হর্ন ওকে প্লিস-এর শুটিংয়ের সময় নানা পাটেকর তার যৌন হেনস্থা করেছেন। মি টু ঝড়ের সময় এবার এমনই দাবি করেন তনুশ্রী দত্ত। তিনি বলেন, শুটিংয়ের সময় নানা তাকে বিভিন্নভাবে অপমান করেছেন। প্রতিবাদ করলে তার গাড়ি ভাংচুর করা হয়। বাড়িও ঘেরাও করা হয় একটি রাজনৈতিক দলের সহযোগিতায়। ওই সময় সেটে হাজির ছিলেন সিনেমার পরিচালক, করিওগ্রাফার প্রত্যেকে। কিন্তু কেউ এ বিষয়ে কোনও প্রতিবাদ করেননি বলেও অভিযোগ করেন তনুশ্রী। অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে পাল্টা মুখ খোলেন নানা। তার আইনজীবী ইতিমধ্যেই তনুশ্রীকে আইনি নোটিশ পাঠিয়েছেন। পাশাপাশি নানার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ করা হয়েছে, তার সবটাই মিথ্যা। তার সঙ্গে সত্যের কোনও যোগ নেই বলেও সংবাদ সংস্থা এএনআই-এর সামনে দাবি করেন বর্ষীয়ান অভিনেতার আইনজীবী। এমইউ/০৯:১০/২৯ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2TUhuPB
November 29, 2018 at 03:08PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top