ভুঁড়িওয়ালা পুলিশকর্মীদের ফিট হওয়ার নির্দেশ যোগীর

লখনউ, ১৯ নভেম্বরঃ শারীরিকভাবে ফিট নন এমন পুলিশকর্মীদের থানার কোনও গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখা যাবে না, নির্দেশ দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রবিবার পুলিশের উচ্চপদস্থ অফিসারদের সঙ্গে একটি বৈঠকের পর এই সিদ্ধান্ত নেন তিনি। তাঁর নির্দেশ অনুযায়ী, মোটা ও ভুঁড়িওয়ালা পুলিশকর্মীদের আগে ফিট হতে হবে। তারপরই থানার দায়িত্ব দেওয়া হবে তাঁদের।

প্রসঙ্গত, রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষায় উত্তরপ্রদেশের পুলিশের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ উঠছে বেশকিছুদিন থেকেই। ফলে বাড়ছে অপরাধের ঘটনা। এমন পরিস্থিতিতে রাজ্যের আইন শৃঙ্খলার অবস্থা খতিয়ে দেখতে একটি জরুরি বৈঠকের ডাক দেন মুখ্যমন্ত্রী।  জানা গিয়েছে, সেখানে শারীরিকভাবে আনফিট পুলিশকর্মীদের তিরস্কার করেন তিনি। দায়িত্বে অবহেলা কোনওমতেই বরদাস্ত করা হবে না বলে জানান তিনি। অবিলম্বে পুলিশকর্মীরা না শুধরালে তাদের কঠোর শাস্তির মুখে পড়তে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি গাজিয়াবাদ, নয়ডা, সীতাপুর, রামপুর, বৈরিলি ও এলাহাবাদে বাড়তে থাকা অপরাধের পরিমাণ যথাসম্ভব কমিয়ে আনার নির্দেশও দিয়েছেন যোগী।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Bh1UWP

November 19, 2018 at 10:10PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top