বিজেপি বিরোধী জোটে সবাইকে স্বাগত জানালেন মমতা, নাইডু

কলকাতা, ১৯ নভেম্বরঃ কেন্দ্রে বিজেপি বিরোধী মহাজোটে সবাইকে স্বাগত। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর এমনই বার্তা দিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার জন্য নবান্নে এসেছিলেন চন্দ্রবাবু। মমতার সঙ্গে চন্দ্রবাবুর দীর্ঘক্ষণ কথা হয়। বৈঠক শেষে দুর্নীতি, টাকার অবমূল্যায়ন, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি সহ নানা ইশ্যুতে নরেন্দ্র মোদি সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন টিডিপি সভাপতি। তিনি বলেন, ‘সিবিআই, আরবিআই সহ সব প্রতিষ্ঠানে দুর্নীতি। দেশের গণতন্ত্র বিপন্ন। গণতন্ত্র বাঁচাতে সবাই একজোট হয়ে লড়াই করার সময় এসেছে।’

এদিকে, ১৯ জানুয়ারি তৃণমূলের প্রস্তাবিত ব্রিগেড সমাবেশ প্রসঙ্গে মমতা বলেন, বিজেপি বিরোধী সমস্ত দল এই বৈঠকে স্বাগত। দু-একটি দল ছাড়া সবাই ইতোমধ্যেই ব্রিগেডে যোগ দেওয়ার বিষয়ে নিশ্চিত করেছে বলে জানান তিনি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2KfXpid

November 19, 2018 at 10:17PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top