কলকাতা, ১৬ নভেম্বর- রাজ্যে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ সব শক্তির একজোট হওয়ার তৎপরতা চলছে। সেই আবহেই এ বার সিপিআই (এম-এল) লিবারেশনের রাজ্য সম্মেলনের উদ্বোধনী দিনে হাজির থাকতে চলেছেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। থাকার কথা সিপিআই এবং আরএসপি-র দুই রাজ্য নেতা উজ্জ্বল চৌধুরী ও মনোজ ভট্টাচার্যেরও। থাকবেন লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। কৃষ্ণনগরে আগামী ২৪ থেকে ২৬ নভেম্বর বসছে লিবারেশনের একাদশ রাজ্য সম্মেলন। নিহত সাংবাদিক গৌরী লঙ্কেশের নামে সম্মেলন-শহরের নামকরণ করছেন উদ্যোক্তা নেতারা। কৃষ্ণনগর শহরে ২৪ তারিখ সকালে মিছিলের পরে সম্মেলনের উদ্বোধন করবেন দলের পলিটব্যুরো সদস্য কবিতা কৃষ্ণন। ওই দিনই বামপন্থার সামনে চ্যালেঞ্জ সংক্রান্ত একটি আলোচনাসভায় থাকবেন সূর্যবাবু, দীপঙ্করবাবু, মনোজবাবুরা। লিবারেশনের রাজ্য সম্পাদক পার্থ ঘোষ জানিয়েছেন, কেন্দ্রে বিজেপি সরকারের সাম্প্রদায়িক ফ্যাসিবাদ এবং রাজ্যে তৃণমূল সরকারের স্বৈরাচারের বিরুদ্ধে স্লোগান সামনে রেখে তাঁরা সম্মেলন করছেন। একে/০৫:৫০/১৬ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2PvrNed
November 16, 2018 at 11:47PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top