বিশ্বনাথে ডায়াগনস্টিক-ডেন্টাল ক্লিনিকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

45449197_1290194087786919_4914660081003397120_nবিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে ভ্রাম্যমাল আদালত পরিচালনা করে উপজেলা সদরে তিন ডায়াগনস্টিক সেন্টার ও দুটি ডেন্টাল ক্লিনিকে ১৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলা সদরের পুরান বাজার ও নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্বে দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা। এসময় বিশ্বনাথ থানার এসআই সুলতান উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ উপস্থিত ছিল।

মোবাইল কোর্ট পরিচালনাকালে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় উপজেলা সদরের নতুন বাজারস্থ সন্ধানী ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে দুই হাজার টাকা, আমিন ফার্মেসী এন্ড ডেন্টাল কেয়ার আট হাজার টাকা, ডক্টরস ডেন্টাল সার্জারী দুই হাজার টাকা, মেডিচেক ডায়াগনস্টিক এন্ড হেল্থ কেয়ারে পাঁচ হাজার টাকা ও লাইফ এইড ডায়াগনস্টিক সেন্টারে দুই হাজার টাকা জরিমানা আদায় আদায় করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সত্যতা স্বীকার করে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা বলেন, এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2qziQSm

November 07, 2018 at 03:50PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top