লখনউ, ৭ নভেম্বরঃ অযোধ্যায় রামমূর্তি তৈরির ঘোষণা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অযোধ্যায় সরযূ নদীর তীরে তৈরি হবে এই রামমূর্তি। বুধবার মূর্তির ঘোষণার সময় যোগী বলেন, ‘মন্দির ছিল, মন্দির আছে, মন্দির থাকবে। আশা করি, রাম মন্দির ইশ্যু খুব তাড়াতাড়ি মিটে যাবে। মানুষ অযোধ্যায় আসে রাম জন্মভূমির দর্শন করতে।’
যোগী জানান, মূর্তি তৈরির জন্য জমি খোঁজা শুরু হয়ে গিয়েছে। সরকারি সূত্রে খবর, প্রস্তাবিত মূর্তির উচ্চতা হবে ১৫১ মিটার। বেদি সহ মূর্তির উচ্চতা হবে ২০২ মিটার। যা ছাপিয়ে যাবে গুজরাটের সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তিকেও।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Qq9947
November 07, 2018 at 03:20PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন