মহারাষ্ট্রের সংরক্ষণের তালিকায় যুক্ত হচ্ছে মারাঠিদের নাম

মুম্বই, ১৯ নভেম্বরঃ মহারাষ্ট্রে সংরক্ষণের তালিকায় যুক্ত হতে চলেছে মারাঠিদের নামও। এমনটাই ইঙ্গিত দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মারাঠিরা সামাজিক এবং শিক্ষাগত দিক থেকে পিছিয়ে পড়েছে। মারাঠিদের সংরক্ষণের তালিকায় আনার জন্য ‘মহারাষ্ট্র ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন’ নামে একটি কমিশন গঠন করা হয়েছিল। সেই রিপোর্টে বলা হয়েছে, মারাঠিদের মধ্যে বেশিরভাগ মানুষই ঠিকমতো শিক্ষা পায় না। তাই তাঁদের আলাদা করে সংরক্ষণ দেওয়া উচিত। মহারাষ্ট্রে ইতিমধ্যেই ৫২ শতাংশ সংরক্ষণ রয়েছে। নতুন করে মারাঠিদের দেওয়া হবে ১৬ শতাংশ সংরক্ষণ। ফলে মোট ৬৮ শতাংশ সংরক্ষণের আওতায় চলে আসবে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Q6Wu9f

November 19, 2018 at 06:08PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top