ঘরোয়া উপায়ে সারান শীতের রোদে পোড়া ত্বক

উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ শীত এলেই গায়ের রঙ যেন কালো হয়ে যায়, চেহারা হয়ে পড়ে মলিন, নিষ্প্রাণ। এক দিন রোদে ত্বক পুড়ে গেলেই সেটা ঠিক হতে সময় লাগে অন্তত ৩ মাস। ত্বকের এই ক্ষতি পূরণের জন্য আমরা সাধারণত ছুটি পার্লারে। কিন্তু চাইলেই খুব সহজে ঘরোয়া উপায়ে ত্বকের এই ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব। চলুন তাহলে জেনে নেয়া যাক কিভাবে ঘরে বসেই সারাবেন রোদে পোড়া ত্বক।

উপকরণঃ লিকুইড দুধ ২ টেবিল চামচ, গুঁড়োদুধ ১ টেবিল চামচ, বেসন ১ টেবিল চামচ, মধু আধ টেবিল চামচ, লেবুর রস আধা টেবিল চামচ

পদ্ধতিঃ
– একটি পাত্রে বেসন, গুঁড়োদুধ, মধু ও লেবুর রস একসাথে খুব ভালো করে মিশিয়ে ঘন মিশ্রন তৈরি করে নিন।

– মুখ খুব ভালো করে ধুয়ে এই মিশ্রণটি পুরো ত্বকে লাগিয়ে নিন।

– ৫ মিনিট পরপর যখন মাস্কটি কিছুটা শুকিয়ে আসবে তখন লিক্যুইড দুধ দিয়ে নিন যাতে ত্বকে মাস্কটি শুকিয়ে না যায়। এভাবে ২০ মিনিট রাখুন।

– ২০ মিনিট পর আঙুল দিয়ে আলতো করে পুরো ত্বক ম্যাসেজ করে নিন ৫ মিনিট।

– এরপর জল দিয়ে খুব ভালো করে ত্বক ধুয়ে ফেলুন। প্রথমবার ব্যবহারেই বেশ ভালো ফলাফল পাবেন। এবং শীত ও গ্রীষ্মকালে সপ্তাহে ১ বার এই মাস্কটি ব্যবহার করলে ত্বকের এই রোদে পোড়া থেকে মুক্তি মিলবে খুব সহজেই।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Dtqp4J

November 19, 2018 at 06:08PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top