ইভটিজিংকে কেন্দ্র করে ছাত্র সংঘর্ষ

ভুবনেশ্বর, ২৬ নভেম্বরঃ ইভটিজিংকে কেন্দ্র করে দুই দলের ছাত্রের মধ্যে সংঘর্ষ। ঘটনাটি কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজির (কেআইআইটি)। এই ঘটনায় পাঁচজন ছাত্রকে আটক করা হয়েছে।

জানা গিয়েছে, শনিবার বি টেক সেকেন্ড ইয়ারের ছাত্ররা এক ফিফথ ইয়ারের ছাত্রকে কুরুচিকর মন্তব্য করে। যদিও প্রাথমিকভাবে বিষয়টির সামাধান হয়ে যায়। কিন্তু রবিবার সন্ধ্যায় দুই দল ছাত্রদের মধ্যে এই বিষয় নিয়ে বচসা বাধে। রাতে এই বচসা গড়ায় সংঘর্ষে। দুই দলের ছাত্ররা পাথর, লাঠি, রড নিয়ে মারামারি শুরু করে। ঘটনায় প্রায় ৪০ জন ছাত্র আহত হয়। তাদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর।

কেআইআইটি-র তরফে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকছে না। নিয়মিত ক্লাস চলবে। ছাত্ররা অল্প-বিস্তর আহত হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়। মৃত্যুর যে গুজব ছড়ানো হয়েছে তা মিথ্যা। কেআইআইটি এধরনের কাজ কখনোই বরদাস্ত করে না। কর্তৃপক্ষের তরফে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। এই ঘটনায় দুটি অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2DGrQgl

November 26, 2018 at 02:30PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top