মো. আবুল কাশেম, বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) সংসদীয় আসনে নৌকা প্রতীক বরাদ্দের দাবিতে ফের সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের দুটি গ্রুপের নেতাকর্মীরা। সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী ও যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে আজ সোমবার দুপুর ১২টায় সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা থানায় এলাকা রশিদপুর পয়েন্টে এ সড়ক অবরোধ করা হয়। নৌকা চাই, নৌকা চাই, নৌকা চাই স্লোগানে মহাসড়ক মুখরিত হয়ে উঠে। তারা নিজ নিজ বলয়ের নেতা শফিক চৌধুরী ও আনোয়ারুজ্জামান চৌধুরী নৌকা প্রতিক দেয়ার দাবি জানিয়ে স্লোগান দেন। দশম জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন না দিয়ে মহাজোটের শরীক দল জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ইয়াহইয়া চৌধুরী এহিয়াকে মনোনয়ন দেওয়া হয়। এবছরও জাতীয় পার্টির প্রার্থী এহিয়া চৌধুরীকে মনোনয়ন দেওয়ার গুঞ্জনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আন্দোলনে নামেন। এসময় তারা বর্তমান এমপি এহিয়া চৌধুরী করে স্লোগান দিতে দেখা যায়।
এদিকে, সড়ক অবরোধ থাকায় সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়েছে। যানজটের কারণে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। সিলেট-ঢাকা মহাসড়ক, রশিদপুর-বিশ্বনাথ সড়কে শতশত গাড়ি আটকা পড়ে। প্রায় ঘন্টা ব্যাপি পর্যন্ত সড়ক অবরোধ করে আওয়ামী লীগ নেতারা বিক্ষোভ করছেন। সড়ক অবরোধ করে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শফিক চৌধুরী বলয় ও আনোয়ারুজ্জামান বলয়ের নেতারা সড়কের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল বের করে।
প্রসঙ্গত, গতকাল রবিবার সন্ধ্যায় নৌকা প্রতিকের দাবিতে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতারা।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2E0YnP4
November 26, 2018 at 02:38PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন