কলকাতা, ২৫ নভেম্বরঃ কলকাতায় স্ক্রাব টাইফাসের আতঙ্ক। উল্টোডাঙ্গায় এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল পাঁচ বছরের এক শিশুর। ওই শিশু যে এলাকার বাসিন্দা, সেখানে একই রোগে আক্রান্ত হয়ে এক তরুণীরও মৃত্যু হয়েছিল। বাসিন্দাদের দাবি, পোকার কামড় থেকেই এই রোগ ছড়াচ্ছে। মৃত শিশুর বাবা-মা জানিয়েছেন, প্লেটলেট কমে যাওয়ায় প্রথমে ডেঙ্গু বলে সন্দেহ করেছিলেন চিকিৎসক। কিন্তু পরে সারা গায়ে গাঢ় বাদামি ফোস্কার মতো র্যাশ দেখা দেওয়ার পর স্ক্রাব টাইফাসের বিষয়টি বোঝা যায়। শুধু কলকাতা নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় এই রোগে আক্রান্ত হওয়ার খবর মিলেছে। চিকিৎসক জানিয়েছেন মূলত দেড় থেকে দশ বছরের শিশুদের মধ্যেই এই রোগের প্রকোপ বেশি। হার্ট ফেলিওর, মেনিনজাইটিস, এনসেফেলাইটিস, মাল্টি অর্গান ফেলিওরের মতো উপসর্গ দেখা দিতে পারে স্ক্রাব টাইফাসে। তবে শীত পড়লে এই রোগের প্রকোপ কমে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2TH64hV
November 25, 2018 at 01:05PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন