এবার বিশ্বের সবচেয়ে উঁচু রামমূর্তি তৈরির ঘোষণা যোগীর

লখনউ, ২৫ নভেম্বরঃ অযোধ্যায় রাম মন্দির তৈরি নিয়ে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই স্ট্যাচু অফ ইউনিটির থেকেও বড়ো রামমূর্তি তৈরির ঘোষণা করলেন যোগী আদিত্যনাথ৷ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, অযোধ্যায় তৈরি হবে এই রাম মূর্তি৷ যার উচ্চতা হবে ২২১ মিটার। এটিই বিশ্বের সব থেকে উঁচু মূর্তি৷ সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তিকেও ছাপিয়ে যাবে এই রাম মূর্তি৷ উত্তরপ্রদেশ সরকারের তথ্য ও সম্প্রচার দপ্তরের এক আধিকারিক জানান,‘মূর্তি ও ভিতের উচ্চতা হবে যথাক্রমে ১৫১ ও ৫০ মিটার। রাম মূর্তির মাথায় থাকবে একটি ছাতা। সেটির উচ্চতা হবে আরও ২০ মিটার মতো। সব মিলিয়ে মূর্তির উচ্চতা হতে পারে ২২১ মিটার। মূর্তিটি মূলত তৈরি হবে ব্রোঞ্জ দিয়ে।’ আদিত্যনাথ এর আগেও অযোধ্যায় রামচন্দ্রের জন্মস্থানে তাঁর মূর্তি প্রতিষ্ঠার অঙ্গীকার করেছিলেন। তবে মূর্তি তৈরিতে কত টাকা ব্যয় হবে তা যদিও খোলসা করেননি যোগী৷



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2TNlLEu

November 25, 2018 at 01:27PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top