‌বিজেপি আসলে রাম নয় রাবণের পুজো করেঃ মমতা

ঝাড়গ্রাম, ২৬ নভেম্বরঃ ভোটের মুখে সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক মহল। এর মাঝে সোমবার ঝাড়গ্রামের জামবনিতে সরকারি সভায় এসে বিজেপির বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের সভায় রাম মন্দির ইস্যু নিয়ে তিনি বলেন, ‘‌বিজেপি আসলে রাম নয় রাবণের পুজো করে। রামের পুজো আসলে লোক দেখানো। গোটা দেশজুড়ে শ্রী রামের স্লোগান তুলছে ওরা। ওদের শ্রী রাম থাকলে আমাদের মা দুর্গা রয়েছে। মা দুর্গার পুজো শ্রী রামচন্দ্রও করেছিলেন।’

মুখ্যমন্ত্রী বলেন, ‘ওদের একদম বিশ্বাস করবেন না। ওরা দেবতাকে বিক্রি করে খায়।’ তাঁর অভিযোগ, ভোটের আগে বিজেপির হয়ে প্রচার করার জন্য টাকা ছড়ানো হচ্ছে। তাই জঙ্গলমহলের সাধারণ মানুষের কাছে তিনি আবেদন করেন, ‘আপনাদের সব দিয়েছি। খাদ্য-শিক্ষা-বিনামূল্যে চিকিৎসা। এখানে দিনের পর দিন মানুষ না খেতে পেয়ে মারা যেত, তখন কোনও দল এগিয়ে আসেনি। আর ওরা এখন এসেছে টাকা ছড়াতে। টাকা নিন, তবে ওদের ভোট দেবেন না।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2FIIGh2

November 26, 2018 at 06:16PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top