ওয়েলিংটন, ২৬ নভেম্বরঃ নিউজিল্যান্ডের প্রত্যন্ত স্টুয়ার্ট দ্বীপের সৈকতে ভেসে এল ১৪৫টি পাইলট তিমির দেহ। শনিবার তিমিগুলিকে সৈকতের জলে প্রথম খাবি খেতে দেখেন এক সমুদ্র অভিযাত্রী। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি প্রশাসনকে জানান। এরপরই প্রাণী সংরক্ষণ দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বেশিরভাগ তিমিকেই মৃত অবস্থায় দেখতে পান।
স্টুয়ার্ট দ্বীপের সংরক্ষণ বিভাগের অপারেশনস্ ম্যানেজার রেন লিপেন্স বলেন, ‘তিমিগুলি এখনও বেঁচে আছে, সেগুলি এতটাই শারীরিকভাবে অসুস্থ যে প্রাণীগুলির জীবনরক্ষা নিয়ে সংশয় আছে। তিমিগুলির শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক হওয়ায় সেগুলি নিজেরা জলে সাঁতার কেটে চলে যেতে পারবে না। তাছাড়া, দ্বীপের কাছাকাছি জনবসতি না থাকায় তিমিগুলিকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য স্বেচ্ছাসেবকদের সহায়তা পাওয়ার আশাও ক্ষীণ।’ তাই বাকি পাইলট তিমিগুলিও সৈকতে পড়ে থেকেই মারা যাবে বলে মনে করছেন লিপেন্স।
কী করে ১৪৫টি তিমি মৃত্যুমুখে পড়ল, তা নিয়ে একাধিক সম্ভাবনার কথা ভাবছেন পশুপ্রেমীরা। তবে অসুস্থতা, ভৌগলিক পরিস্থিতির রদবদল, পথ নির্দেশিকা ব্যবস্থায় ত্রুটি, জোয়ারভাটার সময় পরিবর্তন বা কোনও শিকারি হামলা হতে পারে বলে মনে করছেন তাঁরা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2r4VJPK
November 26, 2018 at 06:19PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন