চেন্নাই, ২০ নভেম্বরঃ ঘূর্ণিঝড় ‘গাজা’-র তাণ্ডবে বিধ্বস্ত এলাকাগুলির জন্যে এক হাজার কোটি টাকার ক্ষতিপূরণের ঘোষণা করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী। সেই তালিকায় রয়েছেন রাজ্যের কৃষক এবং নারকেল উত্পাদকরাও। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের তরফে কেন্দ্রের কাছেও সাহায্য চাওয়া হবে। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফান্ডের থেকে তামিলনাড়ুকে আর্থিক সাহায্য করার জন্য আর্জি জানানো হবে।
মঙ্গলবার মুখ্যমন্ত্রী নিজে হাতে ক্ষতিপূরণের টাকা দেওয়া শুরু করবেন। সরকারি সূত্রের খবর, মঙ্গলবার আকাশ পথে ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকাগুলি ঘুরে দেখবেন পালানিস্বামী।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১২ জেলার প্রায় ৮৮,১০২ হেক্টর জমি জুড়ে শস্য ও ফুলের চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রতিটি ক্ষতিগ্রস্ত নারকেল গাছের জন্যে ৫০০ টাকা দেওয়া হবে। তাছাড়া সেই সব গাছ কাটার জন্যে বাড়তি ৬০০ টাকা দেওয়া হবে। এখনও পর্যন্ত রাজ্য জুড়ে ৫১৪টি ত্রাণ শিবির খোলা হয়েছে, যেখানে আশ্রয় নিয়েছেন ২,৫১,৬৭৪ জন মানুষ।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2DBG9CX
November 20, 2018 at 03:02PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন