রাজধানীতে মার্কিন মহিলাকে রাসায়নিক স্প্রে করে ডাকাতি

নয়াদিল্লি, ৭ নভেম্বরঃ মার্কিন মহিলাকে রাসায়নিক স্প্রে করে সর্বস্ব লুঠ করল ডাকাতরা। ঘটনাটি ঘটেছে দিল্লির এইমস-এর সামনে।

জানা গিয়েছে, ওই মহিলা এক আত্মীয়ের সঙ্গে গাড়িতে কন্নট প্লেস যাচ্ছিলেন। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এর সামনে দুই বাইক আরোহী তাঁদের পথ আটকায়। ওই মার্কিন নাগরিক জানিয়েছেন, গাড়ির বনেটে তারা কিছু স্প্রে করে দেয়। নিশ্বাস নিতে কষ্ট হওয়ায় গাড়ি থেকে বেরিয়ে আসেন তাঁরা। সেই সুযোগে গাড়ির দরজা খুলে মহিলার ব্যাকপ্যাক নিয়ে দুই বাইক আরোহী চম্পট দেয়। জানা গিয়েছে, তাঁর ব্যাগে ৩০০০ ডলার, আইফোন, পাসপোর্ট, চেক বই, ড্রাইভিং লাইসেন্স সহ আরও বিভিন্ন জিনিস ছিল। এই বিষয়ে মার্কিন দূতাবাসে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2F6KL6j

November 07, 2018 at 06:26PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top