ঠাকুর দেখতে বেরিয়ে নিখোঁজ কিশোরী, পরে উদ্ধার দেহ

সোদপুর, ৯ নভেম্বরঃ কালীপুজোর দিন বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে গিয়ে নিখোঁজ হয়ে যায় এক কিশোরী। বৃহস্পতিবার সোদপুর ও আগরপাড়া রেল স্টেশনের মাঝে একটি পুকুর থেকে উদ্ধার হয় তার দেহ। পুলিশ জানিয়েছে, মৃত কিশোরীর নাম সায়নী শীল। ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে কিশোরীর পরিবার।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সোদপুরের দেশবন্ধু নগরের বাসিন্দা সায়নী বুধবার আগরপাড়ায় মামাবাড়ি গিয়েছিল। সেখান থেকে বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে গিয়ে নিখোঁজ হয়ে যায় সে। বন্ধু-বান্ধবীরাও তার কোনও সন্ধান দিতে পারেনি। অবশেষে রাতে কিশোরীর পরিবার খড়দা থানায় মিসিং ডায়েরি করে। গতকাল সন্ধ্যা নাগাদ ওই পুকুর থেকে সায়নীর দেহ উদ্ধার হয়। ঘটনাটি খুন, না নেপথ্যে অন্য কোনও রহস্য রয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

সায়নীর পরিবারের অভিযোগ, তাকে খুন করা হয়েছে। মৃত কিশোরীর মামা স্থানীয় এক যুবক ও তার চার সঙ্গীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেছেন। পুলিশ ওই পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2qDdBB1

November 09, 2018 at 03:24PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top