৭৫ কিশোরকে ধর্ষণ, গ্রেফতার এইচআইভি আক্রান্ত সেনা আধিকারিক

ব্যাংকক, ৯ নভেম্বরঃ প্রায় ৭৫ জন কিশোরকে ধর্ষণের অভিযোগ উঠল এক সেনা আধিকারিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপূর্ব থাইল্যান্ডের খোন কেন প্রদেশে। ওই কিশোরদের বেশিরভাগেরই বয়স ১৩-১৮-এর মধ্যে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, খোন কেন প্রদেশের বাসিন্দা ৪৩ বছর বয়সী অভিযুক্ত ওই সেনা আধিকারিক একটি সমকামী ডেটিং অ্যাপে নিজের ভুয়ো প্রোফাইলের মাধ্যমে এই কিশোরদের আমন্ত্রণ জানাত। দেখা করার পর ওই কিশোরদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াত। এরপর ডেটিং অ্যাপে পাঠানো ছবির ভিত্তিতে ওই কিশোরদের ভয় দেখিয়ে জোর করে যৌনসঙ্গমে বাধ্য করত অভিযুক্ত সেনা আধিকারিক।

ঘটনায় অভিযুক্ত ওই সেনা আধিকারিককে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জেরায় ধর্ষণের অভিযোগ স্বীকার করেছে অভিযুক্ত। জানা গিয়েছে, ওই সেনা আধিকারিক এইচআইভি আক্রান্ত।

থাইল্যান্ডের টেকনোলজি ক্রাইম টাস্ক ফোর্সের আধিকারিক (ডেপুটি) সুরাচাতে হাকপার্ন জানান, এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে মোট ৬টি মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে অপ্রাপ্তবয়ষ্কদের প্রতারনা, ধর্ষণ, যৌন নিপীড়নের মতো গুরুতর অভিযোগ রয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2AVJ1sc

November 09, 2018 at 03:00PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top