এক ইনিংসেই ১০ উইকেট! কর্নেল সিকে নাই ডু অনূর্ধ্ব-২৩ প্রতিযোগিতায় ভারতের মণিপুরের বিরুদ্ধে এমন রেকর্ড গড়েছে পুন্ডেচেরীর সিডাক সিংহ নামক ১৯ বয়সী ক্রিকেটার! পুন্ডেচেরীর সিএপি সিয়েচেম মাঠে কর্নেল সিকে নাই ডু অনূর্ধ্ব-২৩ প্রতিযোগিতার প্রথম ইনিংস শনিবার শেষ হয় ৭১ রানে। ম্যাচের প্রথমে টস জিতে ফিল্ডিংয়ে যায় পুন্ডেচেরী। বাঁ-হাতি স্পিনার সিডাকের বোলিং করতে নেমে হতবাক করে দেন সবাইকে। সিডাকের প্রথম উইকেট আসে ম্যাচের ষষ্ঠ ওভারে। তারপর থেকে নিয়মিত আঘাত হানতে থাকেন তিনি। আলোচিত এই খেলোয়াড় আসলে মুম্বাইয়ের ক্রিকেটার। মুম্বাইয়ের হয়ে সাতটি টি-টোয়েন্টিও খেলেছেন। পশ্চিমাঞ্চলের টি২০ ক্রিকেট চ্যাম্পিয়নশিপে ২০১৫ সালে নির্বাচিত হয়েছিলেন সিডাক। ভারতের ইতিহাসে শচীন টেন্ডুলকারের পরে তিনিই সবচেয়ে কম বয়সে মুম্বাই দলে জায়গা করে নেন। শচীন মুম্বাই দলে জায়গা পেয়েছিলেন ১৪ বছর বয়সে। আর সিডাক সেই জায়গা দখল করেছেন ১৫ বছরে। তথ্যসূত্র: যুগান্তর আরএস/ ০৩ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2SHBhB7
November 04, 2018 at 01:59AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top