ঢাকা, ২৮ নভেম্বর- প্রেম একটি আপেক্ষিক বিষয়। এই আপেক্ষিক বিষয়টি নিয়ে নাটক বানাতে মিজানুর রহমান আরিয়ানের জুরি মেলা ভার। একটি সাদামাটা প্রেমের গল্পকে তিনি এমনভাবে উপস্থাপন করে যা দর্শকের মুগ্ধতার উপাদান হয়ে ধরা দেয়। আবারও নতুন এক প্রেমের গল্প নিয়ে হাজির হচ্ছেন এই তরুণ নির্মাতা। নাটকের নাম সুখে দুঃখে। গল্প লিখেছেন নাসির খান। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, মেহজাবিন চৌধুরি। আরও অভিনয় করেছেন নাজিবা বাশার, শাহেদ আলী, কাজী উজ্জ্বল ও বাশার বাপ্পী। নাটক সম্পর্কে আরিয়ান এ প্রতিবেদককে বলেন, দূসম্পর্কের আত্মীয়ের সঙ্গে প্রেমের কাহিনী নিয়ে নাটকের গল্প এগিয়েছে। মেহাজবিন ও অপূর্ব দূসম্পর্কের মামাতো ভাইবোন। নাটকে আর একজন নায়িকা থাকে। ত্রিভুজ প্রেমের গল্প বলা যায়। তবে এতে টুইস্ট আছে। এখন প্রশ্ন হলো টুইস্ট কি? প্রশ্নের উত্তর নাটকে পাওয়া যাবে। পরিচালক আরিয়ান কি কয়েকজন অভিনয় শিল্পীর মধ্যে আটকে আছেন? প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিষয়টি ঠিক এমন না। আমি আসলে গল্প অনুযায়ী শিল্পী নির্বাচন করি। যখন গল্প মেহজাবিন আর অপূর্ব ডিমান্ড করে তন তাদের কাস্ট করি। আবার যখন গল্প মিথিলা, তাহসান বা আফরান নিশোকে চায় তখন তাদের নির্বাচিত করি। আরিয়ানের নাটকে বরাবরের মতো রয়েছে একটি গান। অনিবার্য কারণে শিরোনামের গানটি লিখেছেন সোমেশ্বর অলি। গানটির সংগীতায়োজনসহ গেয়েছেন কণ্ঠশিল্পী তাহসিন। সুখে-দুঃখে নাটকটি ৩০ নভেম্বর রাত ৯ টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল নাগরিক টিভিতে প্রচার হবে। পরবর্তীতে সিডি চয়েসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে। এদিকে আরিয়ান সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের জন্য সিলভার প্লে বাটন পেয়েছেন। এমন অর্জনে আরিয়ান বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, আমার ইউটিউব চ্যানেলে কোন কনটেন্টই আমার না। আমি শুধু আমার নাটকের প্রোমো আপলোড করেছি। দর্শক আমার নাট সার্চ দেয় বলে ইউটিউব চ্যানেলটি পেয়ে গেছে। এবং সাবস্ক্রাইব করেছে। যার স্বীকৃতিস্বপরুপ সিলভার প্লে বাটন পেয়েছি। তবে আমি আমার ইউটিউব চ্যানেলের জন্য খুব শিগগিরই নাটক নির্মাণ করবো। সূত্র: সারাবাংলা আর/১২:১৪/২৮ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2TTb7Mc
November 28, 2018 at 08:43PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন