নয়াদিল্লি, ২৮ নভেম্বরঃ গত ১৯ অক্টোবর শবরীমালায় ঢুকতে চেয়ে ব্যর্থ হয়েছিলেন। আর সেই চেষ্টার জেরে ভক্তদের রোষের মুখে পড়েন সমাজকর্মী রেহানা ফতিমা। ভেঙে ফেলা হয়েছিল তাঁর বাড়িঘর। গতকাল গ্রেফতার হওয়ার পাশাপাশি মহিলার ‘দুঃসাহসের’ জন্য তাঁকে সাসপেন্ড করল ভারতীয় সঞ্চার নিগম লিমিটেড(বিএসএনএল)। বিএসএনএল-এ টেলিকম টেকনিশিয়ানের পদে কর্মরত ছিলেন রেহানা। এর আগে শবরীমালা ঘটনার প্রতিবাদে তাঁকে বদলি করে দিয়েছিল বিএসএনএল। যদিও এই বদলির সঙ্গে রেহানার ব্যক্তিগত আচরণের কোনও সম্পর্ক নেই বলে জানিয়েছিল সংস্থা। তার পরই রেহানা ফতিমাকে সাসপেন্ড করল বিএসএনএল। কিন্তু কোনো রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা এভাবে কোনো কর্মীকে সাসপেন্ড করতে পারে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Sn0fF9
November 28, 2018 at 02:42PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন