সামসী, ২৮ নভেম্বরঃ চলন্ত ট্রেনে ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়াল সামসী স্টেশনে। যাত্রীর টাকা ও গয়না ভরতি ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দিল এক দুষ্কৃতি।
জানা গিয়েছে, বেসরকারি সংস্থার কর্মী ভৈরব কুমার বর্মন বারাসাতের বাসিন্দা। বুধবার স্ত্রী ও সন্তানকে নিয়ে কালিয়াগঞ্জে আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। সেইমতো কলকাতা থেকে রাধিকাপুরগামী আপ রাধিকাপুর এক্সপ্রেসে উঠেছিলেন। অভিযোগ, ভোর সাড়ে ৪ টা নাগাদ তাঁর তন্দ্রাচ্ছন্ন থাকার সুযোগে তাঁর সঙ্গে থাকা ব্যাগটি চুরি করে নিয়ে পালায় এক ছিনতাইকারী। ব্যাগে মজুত ছিল নগদ প্রায় ১০ হাজার টাকা, মোবাইল, জরুরী নথিপত্র এবং প্রায় ৬০ গ্রাম ওজনের সোনা।
ট্রেন থামার সঙ্গে সঙ্গে ভৈরববাবু অভিযোগ জানান সামসী স্টেশনের কর্তব্যরত আরপিএফ কে। ঘন ঘন চুরি, ছিনতাইয়ের প্রতিবাদে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। আরপিএফ আধিকারিক ভি কে পাসওয়ান জানান, ‘একটি ছিনতাইয়ের ঘটনার অভিযোগ পেয়েছি। অভিযুক্তর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। চুরি যাওয়া জিনিস উদ্ধারের চেষ্টা চলছে।’
সংবাদদাতাঃ উজ্জ্বল কুমার দাস
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2As1w6r
November 28, 2018 at 02:37PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন