নয়াদিল্লি, ১ নভেম্বরঃ দীপাবলির আগে ফের বাড়ল রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। গত পাঁচ মাসে এই নিয়ে মোট ছ’বার বাড়ল গ্যাসের দাম। ভর্তুকিযুক্ত ও ভর্তুকিবিহীন, দু’ধরনের গ্যাসের দামই বেড়েছে। বৃহস্পতিবার থেকে এই দাম কার্যকার হবে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের (আইওসি) তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ভর্তুকিযুক্ত গ্যাসের দাম বেড়েছে ২.৯৪ টাকা। এতদিন কলকাতায় রান্নার গ্যাসের দাম ছিল ৫০৫.৬৪ টাকা। এখন তার দাম বেড়ে দাঁড়িয়েছে সিলিন্ডার প্রতি ৫০৮.৭০ টাকা। ভর্তুকিবিহীন গ্যাসের দাম বেড়েছে ৬০ টাকা। সিলিন্ডার প্রতি এখন এর দাম হয়েছে ৯৬৯.৫০ টাকা। অক্টোবরেই রান্নার গ্যাসের দাম বেড়েছিল। ভর্তুকিযুক্ত গ্যাসের দাম সিলিন্ডার প্রতি বেড়েছিল ২.৮৯ টাকা৷ ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বেড়েছিল ৫৯ টাকা৷ আইওসি জানিয়েছে, আন্তর্জাতিক ক্ষেত্রে গ্যাসের দাম এবং ডলার ও টাকার বিনিময় মূল্যের পার্থক্যের জন্যই এই দাম বৃদ্ধি৷ তবে আইওসি জানিয়েছে, ভর্তুকিযুক্ত গ্যাসের দাম বাড়লেও গ্রাহকদের ভর্তুকির টাকাও বেড়েছে। এ মাস থেকেই ভর্তুকির বাড়তি টাকা গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। অক্টোবর পর্যন্ত গ্রাহকরা সিলিন্ডার পিছু ভর্তুকি পেতেন ৩৭৬.৬০ টাকা, নভেম্বর থেকে সেটা বেড়ে হবে ৪৩৩.৬৬ টাকা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2qoa89y
November 01, 2018 at 10:54AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন