কাশ্মীরে গুলির লড়াইয়ে হত ২ জঙ্গি

শ্রীনগর, ১ নভেম্বরঃ কয়েক ঘণ্টার অপারেশন শেষে খতম দুই জঙ্গি৷ বৃহস্পতিবার সকালে ফের সেনা ও জঙ্গির গুলির লড়াই দেখল কাশ্মীর উপত্যকা। এবার ঘটনাস্থল বুদগাম জেলা৷ ওই জেলার জাগু আরিজাল এলাকায় দু-তিনজন জঙ্গি লুকিয়ে রয়েছে, এই খবর পেয়ে তল্লাশি অভিযান চালান জওয়ানরা। সেই সময়ই তাঁদের সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়৷ জঙ্গিদের পাল্টা জবাব দেয় জওয়ানরাও৷ কয়েক ঘণ্টা চলে গুলি বিনিময়৷ এরপর দুই জঙ্গিকে নিকেশ করে নিরাপত্তা বাহিনী৷ ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি বাজেয়াপ্ত করা হয়েছে৷ আরও কোনও জঙ্গি লুকিয়ে আছে কিনা জানতে শুরু হয় তল্লাশি অভিযান৷  পরে কাশ্মীর পুলিশের তরফে নিহত জঙ্গিদের পরিচয় সামনে আনা হবে বলে জানানো হয়৷ কয়েকদিন আগেই পুলওয়ামা জেলার ত্রালে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় দুই জঙ্গির। তাদের মধ্যে ছিল জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজ়হারের ভাইপো মহম্মদ উসমান। সেখান থেকে উদ্ধার হয় অস্ত্রও।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Qbo1mL

November 01, 2018 at 11:11AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top