১৫টি ট্রেনে বাতিল ফ্লেক্সি ফেয়ার ব্যবস্থা

নয়াদিল্লি, ১ নভেম্বরঃ বেশি লাভের আসায় বিমানভাড়ার কায়দায় ট্রেনেও চালু করা হয়েছিল ফ্লেক্সি ফেয়ার। অর্থাৎ, কোনোদিন টিকিটের চাহিদা বেশি থাকলে, যাত্রীদের বেশি টাকা দিয়ে ট্রেনের টিকিট কাটতে হবে। কিন্তু তার জেরে লাভ তো হয়নি, উলটে ট্রেনের বদলে বিমানের টিকিট কেটেছেন অনেকে। শেষ পর্যন্ত  ১৫টি ট্রেনে ফ্লেক্সি ফেয়ার ব্যবস্থা তুলে দিল ভারতীয় রেল। রেলমন্ত্রী পীযুশ গয়াল জানিয়েছেন, ১৫টি ট্রেনের পাশাপাশি আরও ৩২টি ট্রেনে তিন মাসের জন্য ফ্লেক্সি ফেয়ার তুলে দেওয়া হচ্ছে। এর মধ্যে আছে হাওড়া-এনজেপি শতাব্দী এক্সপ্রেস। তবে ৯৫টি ট্রেনে এখনও এই ব্যবস্থা চালু থাকবে বলে রেলমন্ত্রী জানিয়েছেন। রেল সূত্রে খবর, রাজধানী, দুরন্ত, শতাব্দী, হামসফর এক্সপ্রেসের মতো ১৪২টি ট্রেনে চালু হয়েছিল এই ব্যবস্থা।  এই ব্যবস্থায় কোনও দিনে ১০ শতাংশ টিকিট বিক্রি হওয়ার পর বাকি টিকিটের দাম প্রায় ১০ শতাংশ হারে বেড়ে যায়। শুরুর দিকে এই পদ্ধতিতে রেলের আয় বাড়লেও  এসি প্রথম শ্রেণি ও টু টিয়ারের টিকিটের দাম আকাশছোঁয়া হয়ে যাওয়ার যাত্রী সংখ্যা অনেক কমে যায়। সেপ্টেম্বরের মাঝামাঝি রেলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ফ্লেক্সি ফেয়ার ব্যবস্থা তুলে দেওয়া হবে।যে রুটগুলিতে যাত্রী সংখ্যা অনেক কমেছে, সেই সব রুটের ১৫টি ট্রেনে ফ্লেক্সি ভাড়া পুরোপুরি তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল। রেল জানিয়েছে, ফ্লেক্সি ভাড়া চালু থাকছে যে সব ট্রেনে সেখানে যদি যাত্রার দুদিন আগে ৬০ শতাংশের বেশি আসন খালি থাকে তাহলে ফ্লেক্সি ভাড়ায়  ২০ শতাংশ ছাড় দেওয়া হবে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2qmi5vG

November 01, 2018 at 11:28AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top