যুবভারতীতে বেঙ্গালুরুর বিরুদ্ধে হার এটিকে-র

কলকাতা, ১ নভেম্বরঃ  আইএসএলে ঘরের মাঠে ফের ব্যর্থ এটিকে। বুধবার সন্ধ্যায় যুবভারতীতে এগিয়ে থেকেও গতবারের রানার্স বেঙ্গালুরু এফসির কাছে হারল কলকাতা। সেই সঙ্গে প্লে-অফে যাওয়ার রাস্তা আরও কঠিন হল প্রণয়-বলবন্তদের। ম্যাচের ফল ১-২। দুর্দান্ত গোল করে ম্যাচের সেরা হলেন বেঙ্গালুরুর এরিক পারতালু। আগের ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাইয়িনকে হারিয়ে এদিন এটিকের সামনে ছিল রানার্সরা। আরও ভাল ভাবে বললে সুনীল ছেত্রী ও বেঙ্গালুরু এফসি।  ম্যাচের শুরুটাও ভালই হয় এটিকের। ১৫ মিনিটের মাথায় ভারতীয় অনুর্দ্ধ ১৯ দলের সদস্য সিকিমের ফুটবলার কোমল থাটালের গোলে এগিয়ে যায় কলকাতা। কিন্তু প্রথমার্ধে লিড ধরে রাখতে পারেনি তারা। ইনজুরি টাইমে বেঙ্গালুরুর হয়ে গোল শোধ করেন মিকু। দ্বিতীয়ার্ধে আরও ছন্নছাড়া দেখায় এটিকের ডিফেন্সকে। ৪৭ মিনিটের মাথায় অজি ফুটবলার পারতালুর গোলে ব্যবধান বাড়ায় বেঙ্গালুরু। তারপর বহু চেষ্টা করেও গোলশোধ করতে পারেনি এটিকে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Qf7M8l

November 01, 2018 at 12:07PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top