মুম্বাই, ০৪ নভেম্বর- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে টানা তিনটি সেঞ্চুরি করার মধ্য দিয়ে আবারও শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে গেছেন বিরাট কোহলি। ওয়ানডে ক্রিকেটে শচীন টেন্ডুলকার ৩১১ ম্যাচ খেলে করেন ১০ হাজার রান। অথচ তার চেয়ে ৯৯ ম্যাচ কম খেলে ২১২ ম্যাচ দশ হাজার রানের মাইলফলক স্পশর্ করেন কোহলি। কোহলি যেভাবে খেলছেন তাতে অচিরেই ব্যাটিংয়ের সব রেকর্ড ভেঙে দেবেন। ভারতীয় অধিনায়ক প্রসঙ্গে এমনটিই বলছেন সাবেক তারকা ক্রিকেটার সুনীল গাভাস্কার। গাভাস্কার বলেছেন, যে গতিতে বিরাট এগোচ্ছে তাতে কোনও রেকর্ডই সুরক্ষিত নয়। সব ব্যাটিং রেকর্ডই বিরাট কোহলি ভেঙে দিতে পারে। ওর ফিটনেস দুর্দান্ত। আমার তো মনে হয় আরও পাঁচ থেকে সাত বছর খেলে যেতে পারে বিরাট। শচীন প্রায় চল্লিশ বছর পর্যন্ত খেলেছিল। বিরাটও ততদিন খেলতেই পারে। আর তা যদি হয় তাহলে ব্যাটিংয়ের সব রেকর্ডই হয়তো থাকবে বিরাটের দখলে। ওয়ানডে সিরিজে দুর্দান্ত খেলা কোহলি ক্যারিবীয়দের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলছেন না। গাভাস্কারের মতে, এশিয়া কাপেই বোঝা গেছে বিরাটকে ভারতীয় দলে কতটা দরকার। বিরাটহীন ভারতকে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। সূত্র: যুগান্তর আর/০৮:১৪/০৪ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2zuGVho
November 04, 2018 at 02:41PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top